বউ চাই
- Mizanur Rahman
- May 10, 2023
- 1 min read

খোকন সোনা মান করেছে খাওয়া-দাওয়া বন্ধ,
কি নিয়ে তার মায়ের সাথে হয়েছে বেশ দ্বন্দ্ব ??
গাল ফুলিয়ে বসে খোকন খাটের পায়া ধরে,
বাবা এসে কোলে তুলে বলল আদর করে।
কে মেরেছে, কে বকেছে, কার বেড়েছে বাড় ???
বাপ-বেটাতে মিলে আমরা বিচার করব তার।
রেগেমেগে বলল খোকন তোতলাতে তোতলাতে,
বাবা তোমার বউকে আর পারছি না শামলাতে!
তোমার বউ তুমি শামলাও ওতে আমার কাজ নাই,
এবার আমার নিজের জন্য নিজের একটা বউ চাই!
#poem #storypeom #storylife #poemstory #poemstory #effusion #poesy #poemlife #lifepoem #mizanweb #mizanurrahman #webmizan #mizanwebsite #mizan #mizanlife #mizanhelp
Comments