তোমার মুখের ভাষা যেন, কোকিলের সুমধুর কন্ঠের স্বর।
তোমার মুখের হাসি যেন, মিঠাপুকুরের জলে ভাসা পদ্ম।
তোমার চোখের অশ্রু যেন, শ্রাবণের বৃষ্টি;
তোমার চলাফেরা মনে হয়, তুমি রবি ঠাকুরের সৃষ্টি।
তুমি শিল্পীর আঁকা ওই মোনালিসা; নাকি বনলতা সেন?
তার চেয়েও মনে হয়, তুমি আরো মিষ্টি ।
Comentários